Home / খেলাধুলা / আজ থেকে শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস
play

আজ থেকে শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস

দেশের ৬৪ জেলা,আট বিভাগ,শিক্ষাবোর্ড ও বিকেএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে আজ শুক্রবার শুরু হচ্ছে শহীদ শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগতা।

বালক ও বালিকা বিভাগে ১৪ টি এবং কিশোর-কিশোরী বিভাগে ২৭ ইভেন্টে পদকের জন্য লড়বে জুনিয়র অ্যাথলেটরা। ঢাকায় আর্মি স্টেডিয়ামে হ্যান্ড টাইমিংয়ে অনুষ্ঠেয় আসরে স্বর্ণপদক জয়ীদের ৩ হাজার, রুপা জয়ীদের দু’হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের ১ হাজার টাকা করে অর্থপুরস্কার দেয়া হবে।

এছাড়া নতুন রেকর্ডধারীদের প্রত্যেকে পাবে ৫ হাজার টাকা। আসর থেকে প্রতিভাবান অ্যথলেটদের দীর্ঘমেয়াদে প্রশিক্ষনের ব্যবস্থা করবে ফেডারেশন।

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।

ফেডারেশনের সহসভাপতি ফারুকুল ইসলামের সভপতিত্বে এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা কক্ষ , ২২ অক্টোবর ২০২১
এজি