Home / চাঁদপুর / অ্যাড. হুমায়ুন কবির সুমনের এতিমদের মাঝে ইফতার বিতরণ
ইফতার

অ্যাড. হুমায়ুন কবির সুমনের এতিমদের মাঝে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজানের অষ্টম দিনে আশিকাটি ইউনিয়নের হাপানিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করে‌ছে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মাদ্রাসা ও এতিমখানার তিনি শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়ে‌ছে।

এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা ইফতার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মহান র‌বের নিকট সন্তু‌ষ্টি জ্ঞাপন ক‌রেন।

এ সময় হুমায়ুন কবির সুমন বলেন, আমি নেত্রীর প্রতি সম্মান জানিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করি। আজকে আমাদের দেশের যে উন্নতি সাধিত হয়েছে, বিশ্বে এ দেশ রোল মাডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জন্যই সম্ভব হয়েছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের কাজে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আরও দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ যাতে আমাদের নেত্রীর হাত ধরে এ দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেন সেই দোয়া চাই। সেই সঙ্গে আমি সব সামর্থ্যবান মানুষকে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাই। তিনি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন,আশিকাটি ইউনিয়নের হাপানিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ন-আব্বায়ক মামুন মাল, মাহবুবুর রহমান, তারপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াদ খান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদেক প্রদানিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আরাফাত।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৯ মার্চ ২০২৪