Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের প্রথম জানাজা ঢাকায় সম্পন্ন

অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের প্রথম জানাজা ঢাকায় সম্পন্ন

হাজারো শোকার্ত জনতার উপস্থিতিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর প্রথম জানাজা নামাজ আজ রোববার (৬ এপ্রিল) ঢাকার আগারগাঁও বিএনপি বাজার বাদ মাগরিব হয়েছে।

জানাজা নামাজে অংশ গ্রহণ করেন,বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড.বোরহান উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার,এসএসসি ব্যাচ-৮৬ প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এমআর আক্তার, এসএসসি ব্যাচ-৮৬ প্রাক্তন শিক্ষার্থী কবি ও সাহিত্যিক আসিফ আলী সিরাজীসহ বিএনপির অন্যান্য কেন্দ্রীয়, ঢাকা মহানগর, ঢাকায় অবস্থানরত মতলবের সুধিসমাজ,বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন জানাজার নামাজে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেছে।

উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান আজ রোববার (৬ এপ্রিল) বেলা ২টায় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

সোমবার ৭ এপ্রিল সকাল ১০ টা মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান দূর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে জম্ম গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে সার্বজন গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ কে হারালো মতলববাসি। তিনি ছিলেন সকলের কাছে প্রিয় মানুষ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিএনপির নির্ভেজাল ও নির্লোভ কর্মী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান । অবিভক্ত মতলব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে তিনি জনতার কাতারে থাকতেন। মানুষের যে কোন সমস্যায় ছুটে যেতেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে অতি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও যথাযথ দায়িত্ব¡ পালনের কারণে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন।

নিজস্ব প্রতিবেদক,৬ এপ্রিল ২০২৫