চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কচুয়ার বিতারা গ্রামের অধিবাসী তরুণ আইনজীবী অ্যাড. মো. জসিম উদ্দিন প্রধান রানিং অডিটর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি আইনজীবী সমিতির রেজিস্টার অথরিটি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। অ্যাড.জসিম উদ্দিন প্রধান কচুয়া উপজেলার বিতারা গ্রামের অধিবাসী ক্বারী মো. আব্দুল গণির সুযোগ্য পুত্র।
তিনি বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বিতারা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
এদিকে মো. জসিম উদ্দিন প্রধান জেলা আইনজীবী সমিতির রানিং অডিটর পদে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১০: ১৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur