Home / শিক্ষাঙ্গন / জাতীয় বিশ্ববিদ্যালয় : অ্যাডভান্স স্টাডিজ ও অ্যাডভান্স এমবিএ প্রোগ্রামে ভর্তি
NU

জাতীয় বিশ্ববিদ্যালয় : অ্যাডভান্স স্টাডিজ ও অ্যাডভান্স এমবিএ প্রোগ্রামে ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে নন-থিসিস/থিসিস বেজড মাস্টার অব অ্যাডভান্স স্টাডিজ (MAS) ও Advanced MBA প্রোগ্রামে ভর্তিতে প্রক্রিয়া চলছে।

প্রোগ্রামের নাম ও বিষয়: MAS: গ্রুপ আর্টস: বাংলা, ইতিহাস। সোশ্যাল সায়েন্স: সমাজবিজ্ঞান, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। ন্যাচারাল সায়েন্স: রসায়ন,পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স। লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স: প্রাণিবিজ্ঞান।

বিজনেস স্টাডিজ: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস,ম্যানেজমেন্ট স্টাডিজ,মার্কেটিং,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং,ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

ভর্তির যোগ্যতা: নন-থিসিস/ থিসিস বেজড MAS ও Advanced MBA প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে ৩ বছর মেয়াদি অনার্সসহ মাস্টার ডিগ্রিধারী কলেজ শিক্ষকেরা নন-থিসিস/ থিসিস বেজড MAS ও Advanced MBA প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।

শিক্ষাজীবনে এসএসসি থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত অন্তত একটি প্রথম বিভাগ/ শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ ৩ এবং অপর দুটিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। তবে ৩ বছর মেয়াদি অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ক্ষেত্রে এসএসসি থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একটি প্রথম বিভাগ/ শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ ৩ থাকলে তাঁরাও ভর্তির জন্য আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

অনলাইনে আবেদন ফরম পূরণের শেষ তারিখ : ২ নভেম্বরে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.nu.ac.bd

আবদুল গনি
২৭ সেপ্টেম্বর ২০২৪
এজি