Home / সারাদেশ / অস্ত্র মামলায় পৌর মেয়র ও যুবলীগ নেতা কারাগারে
অস্ত্র মামলায় পৌর মেয়র ও যুবলীগ নেতা কারাগারে

অস্ত্র মামলায় পৌর মেয়র ও যুবলীগ নেতা কারাগারে

ঝিনাইদহের কালীগঞ্জের পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু (৪৪) ও আব্দুস সামাদ (৫২) কে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ আদালতে জামিন নিতে গেলে জেলার সিনিয়র সিনিয়র জুডিশিয়াল হাকিম মনিরুজ্জামানের আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে গত ২ ডিসেম্বর পৌরসভার একটি রাস্তার কাজকে কেন্দ্র করে মেয়র বিজুর বাড়ির সামনে হামলা করে আওয়ামীলীগের আরেকটি গ্রুপ। এ সময় মেয়র আত্মরক্ষার্থে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে ৮ রাউন্ড গুলি ছোড়ে।

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট
: আপডেট ১১:১৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার
ডিএইচ