।চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা অসুস্থ হাসান ইমাম বাদশাকে দেখতে চাঁদপুর সদর হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ২৪ জুন শনিবার হাসান ইমাম বাদশা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।এসময় তার অসুস্থতার খবর শুনে চাঁদপুর সদর হাসপাতালে ছুটে যান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ নেতৃবৃন্দ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৪ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur