‘অসুস্থ হওয়ার পূর্বেই সচেতন হতে হবে’

চাঁদপুরে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

“প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ বার্ধক্য গড়ি- প্রবীণদের স্বাস্থ্যে আমরা সচেতন, আনন্দে ভরে তুলি তাদের জীবন” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ব্যুারো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড-এর আয়োজনে চাঁদপুর সদর উপজেলার অসংখ্য প্রবীণদের নিয়ে এ কর্মশালায় প্রবীণ স্বাস্থ্য সুরাক্ষায় সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহারিয়া শায়লা জাহান।

অনুষ্ঠানে মিজান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিমল কান্তি সেন, শওকত আলী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ শাহ আলম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান টিটিই, অবসরপ্রাপ্ত সার্জেন আবু তাহের।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসুস্থ হওয়ার পূর্বেই আমাদেরকে সচেতন হতে হবে। সরকারের কমিউনিটি ক্লিনিকগুলোতে সকল বয়সের লোকদের সেবা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা বর্তমান সরকারের সময় মানুষের দোড়গোড়ায় পৌঁছে গেছে। বয়স হলে কর্মক্ষমতা কমে যায়। মস্তিস্কে বার্ধক্য হানা দেয়। এ সময় খুবই সতর্ক থাকতে হবে। প্রতিটি জিনিসে আয়ুস্কাল আছে। মানুষেরও তেমনিই এ অবস্থায় বার্ধক্যকে অবহেলা করা যাবে না। শিশুদের মতো করে বয়স্কদের সেবা করতে হবে। তাহলেই তারা বার্ধক্যের সময় সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারবে।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

 

||আপডেট: ০৯:৫৫ অপরাহ্ন, ২১ মার্চ ২০১৬, সোমবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share