গুরুতর অসুস্থ ছাত্রলীগ নেতা ইয়াসিনের চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়ে অভিভাবকের মতো পাশে এসে দাঁড়িয়ে,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সংসদ সদস্য মেজর (অব): রফিকুল ইসলাম বীর উত্তম।
বিরল রোগে আক্রান্ত, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াসিন হামিদ গুরুতর অসুস্থ হলে যখন তার পরিবারের সদস্যরা হাসপাতালে একটি বেডের জন্য ছুটাছুটি করছেন এবং আইসিইউর অভাবে মৃত্যুর ধার প্রান্তে ঠিক সে সময় পাশে দাঁড়িয়ে ছিলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। সুদূর আমেরিকা থেকে মাননীয় সংসদ সদস্য, ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করে দেন। প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছিলেন ইয়াসিন হামিদের।
দেশে ফিরে ৬ মার্চ ঢাকা নিউরো সাইন্স হাসপাতালের,এইচডিইউ ৭ নাম্বার বেড তৃতীয় তলায় বিশেষজ্ঞ নিউরো সার্জন অধ্যাপক ডা. জহুরুল হক অধীনে চিকিৎসাধীন ইয়াসিন হামিদকে দেখতে যান সংসদ সদস্য। চিকিৎসকের নিকট ইয়াসিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এছাড়াও উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিবেদক: জামাল হোসেন, ৬ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur