অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধ হয়েছিলো

কুমিল্লা প্রতিনিধি  ||   আপডেট: ০৮:২৮ পিএম, ০৩ অক্টোবর ২০১৫, শনিবার

 

জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধ হয়েছিলো। তাই আজকের মেধাবী ও নতুন প্রজন্ম এই চেতনাকে ধারণ করলেই এ দেশ উন্নত দেশ হিসেবে এগিয়ে যাবে।

তিনি শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বারে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশিদ মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের মেধাবীরা আগামী দিনের ভবিষ্যৎ। আর বঙ্গবন্ধুর এ স্বপ্নের সোনার বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের উপর। তোমরাই পারবে,- তোমাদের বিকশিত মেধা, প্রকৃত জ্ঞানার্জিত শিক্ষা, মনন, শ্রম দিয়েই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে গড়ে তুলতে এবং দেশ- বিদেশে অবদান রাখতে।

তিনি ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি নিয়ে বলতে যেয়ে আরো বলেন, আমাদের জীবনে স্বপ্ন থাকতে হবে, তাহলেই এগিয়ে যেতে পারব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বর্তমান সরকার ঘোষিত ‘রূপকল্প- ২০২১’ এর বাস্তবায়নে নাগরিক সুবিধায় ইউনিয়ন পর্যায়ে তথ্য-প্রযুক্তির ব্যবহার প্রতিষ্ঠা করেছে। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হচ্ছে, ভিশন ২০২১ বাস্তবায়নের অর্জন হিসেবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বিশ্বের ১৯৬টি দেশের সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অফ দ্যা আর্র্থ’ পদক অর্জন করেছেন। ভিশন থাকলে, সততা থাকলে, উদ্যম থাকলে সবই সম্ভব।

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজে এ বৃত্তি প্রদান করা হয়। ’গঙ্গামন্ডল এ কে এম হাবি উল্লাহ শিক্ষা বৃত্তি-২০১৫’ প্রদান উপলক্ষে গঙ্গামন্ডল ফাউন্ডেশন, ঢাকা’ উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও সাংসদ এবিএম গোলাম মোস্তফা, গঙ্গামন্ডল ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহৃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, গবেষক, প্রবীন রাজনীতিক গঙ্গামন্ডল ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা মোনায়েম সরকার, দেবীদ্বার উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান আবুল বাশার ভূঞা, অষ্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ড. মোয়াজ্জেম হোসেন, গঙ্গামন্ডল ফাউন্ডেশন’র সভাপতি মূন্সী মোঃ মিজানুর রহমান, গঙ্গামন্ডল ফাউন্ডেশন’র সাধারন সম্পাদক আবদুল আউয়াল ভূঞা।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, বুড়িচং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র অধ্যক্ষ অধ্যাপক ল, মু জাকির হোসেন, দেবীদ্বার জোবেদাখাতুন মহিলা কলেজ’র অধ্যক্ষ আব্দুল্লাহ মাসুদ পাখী, দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ‘গঙ্গামন্ডল এ.কে.এম হাবিব উল্লাহ শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, গঙ্গামন্ডল ফাউন্ডেশন’র সহ-সভাপতি নূরুল আমীন খান সেলিম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান খন্দকার এম.এ. সালাম, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার এস.এস.সি, এইচ.এস.সি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২শত ৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়। একই সাথে বিশিষ্ট লেখক, গবেষক, প্রবীন রাজনীতিক গঙ্গামন্ডল ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা মোনায়েম সরকার’র লেখা ১ হাজার টাকা মূল্যে ২টি করে বই উপহার দেয়া হয়।

 

চাঁদপুর টাইমস : জেএআই/ এমআরআর/২০১৫

Share