অসাধু ব্যবসায়ীর কারণে যেন ঐতিহ্যবাহী পাল বাজারের সুনাম ক্ষুন্ন না হয়: ডিসি

ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার পাল বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির আয়োজনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩ আগষ্ট) সন্ধ্যায় ব্যবসা পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসাইন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তার বক্তব্যে বলেন, এই বাজারের ব্যবসায়ীদের অনেক সুনাম রয়েছে। কোন অসাধু ব্যবসায়ীর কারনে এই সুনাম ক্ষুন্ন হলে, আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। পণ্যের সঠিক মূল্য এবং মানের বিষয়ে কোনো প্রকার কৃত্রিম সমস্যা সৃষ্টি করা যাবে না। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে পৌর প্রশাসনকে অবহিত করবেন। নিজেদের ইচ্ছামত বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী পাল বাজাররে অনেক সমস্যা ও সংকট রয়েছে। সেটি উত্তরণে জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে উদযোগ নেয়া হবে। তবে এর আগে আপনাদেরও সচেতন হতে হবে। আমরা চাই আপনারাও প্রতিবাদী হন। শহরের রাস্তার মধ্যে ভ্যান গাড়ি দিয়ে কাঁচা বাজার বিক্রি করা হয়। এ বিষয়ে আপনারা প্রতিবাদী হতে হবে। আপনাদের শহরের শৃঙ্খলা রক্ষায় আপনাদেরকেই সচেতন হয়ে যেতে হবে।

পাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারুন উর রশীদ পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সফর উদ্দিন মোল্লার পরিচালনার সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/ ৩ আগস্ট ২০২৫