Home / চাঁদপুর / বিনা মূল্যে অসহায় মানুষের মামলা লড়বেন ‘অ্যাডভোকেট আরিফ হোসাইন’
অসহায়
চাঁদপুর জেলা বার এসোসিয়েশনের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আরিফ হোসাইন

বিনা মূল্যে অসহায় মানুষের মামলা লড়বেন ‘অ্যাডভোকেট আরিফ হোসাইন’

বিনা মূল্যে গরীব, অসহায় মানুষের মামলা লড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুর জেলা বার এসোসিয়েশনের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আরিফ হোসাইন।

সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে চাঁদপুর টাইমসকে জানান ‘আইন পেশায় নিযুক্ত থেকে গরীব-দুঃখী, অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের আইনগত সমস্যা সমাধান করাই আমার মূল লক্ষ্য।’ এর আগে এমনভাবে গরীব-দুঃখী, অসহায় মানুষের কথা হয়তো ভাবেননি কোন আইনজীবী। তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিনা পয়সায় গরীবের মামলা লড়ার বিষয়ে অ্যাডভোকেট মোঃ আরিফ হোসাইন চাঁদপুর টাইমসকে বলেন, ‘আমি ওকালতি জীবনে প্রবেশ করার পর কোর্টের বারান্দায় অনেক গরীব-দুঃখী, অসহায় মানুষকে দালালের খপ্পড়ে পড়ে অঝোরে কাঁদতে দেখেছি। এ জন্যই আমি গরীব মানুষকে বিনা পয়সায় আইনী সেবা দেয়ার ঘোষণা দিয়েছি। আমার মতো আরও যারা আইনজীবী আছেন তারা সবাই যদি এভাবে এগিয়ে আসেন এবং প্রতি মাসে যদি একজন আইনজীবী একজন দরিদ্র মক্কেলের মামলা বিনা পয়সায় করেন তাহলে প্রতি মাসে অন্তত ৩শত মানুষ বিনা খরচে আইনগত সহায়তা পাবে।’

তাই আমার আহ্বান থাকবে প্রতিটি আইনজীবী ভাই-বোন যেন এভাবে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান। আমি বলছি না সব মামলাই বিনা খরচে করবো বা অন্য দের করতে বলছি, যার কাছে ফি নেওয়ার তার কাছ থেকে তো অবশ্যই নিবো।

আমার উদ্দেশ্য হলো যাতে কোন গরীব মানুষ টাকার অভাবে আইনগত সেবা পাওয়া থেকে বঞ্চিত না হয়। তাছাড়া সরকারীভাবে লিগ্যাল এইড অফিস তো আছেই। লিগ্যাল এইডের মামলায় আইনজীবী নিয়োগ থেকে শুরু করে সব খরচই সরকার দেয়। সরকারের পাশাপাশি যদি আমরা আইনজীবীরাও এভাবে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করি তাতে টাকা-পয়সা না পেলেও মানসিক প্রশান্তি পাবো।

উল্লেখ্য, তিনি ২০০৭ সালে ছোট সুন্দর আল আমিন মাদ্রাসা থেকে দাখিল ও ২০০৯ সালে আলিম পরীক্ষায় যথাক্রমে এ (+) পেয়ে উত্তীর্ণ হয়ে চাঁদপুর সরকারি কলেজে সমাজ কল্যান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়াও তিনি কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা থেকে ফাজিল (ডিগ্রী) ও শাহতলী কামিল মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল (এম.এ) ফাস্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হন।

পরবর্তীতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে বঙ্গবন্ধু ল’ কলেজ কুমিল্লা থেকে এল.এল.বি. ডিগ্রী ও ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম. ডিগ্রী অর্জন করেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২০ অক্টোবর ২০২১