মতলব দক্ষিণে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস ( সদীপ) এর উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর ২০০ জনের মাঝে খ্যাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।

১২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় মতলব দক্ষিন উপজেলায় স্ব্যাস্হ বিধি মেনে খ্যাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকশৌলী ফারুক বিন জামান, জেলা ম্যানেজার নারায়ন চন্দ্র ঘোষ, এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ন কবির, মতলব দক্ষিন শাখার ব্রান্স ম্যানেজার মোঃ আঃ খালেক প্রমুখ ।

এছাড়াও সুদীপের পক্ষে থেকে দেশের ১৬৪ উপজেলায় খ্যাদ্য সামগ্রী ও ৫১ উপজেলায় অক্সিজেন সেলেন্ডার ও স্যাস্হ সুরক্ষা সামগ্রী বিতরনসহ শিক্ষা ও স্ব্যাস্হ সেবায় কাজ করে আসছেন ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক

Share