শাহরাস্তিতে অসহায়দের আর্থিক সহায়তা প্রদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসহায়, কর্মহীন ও উপার্জনহীন মানুষের মাঝে সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা দিনব্যাপী আর্থিক সহায়তা বিতরণের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

১১ মে মঙ্গলবার ১০টার দিকে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ধমরা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য দিয়ে আর্থিক সহায়তা প্রদান উদ্বোধন করেন সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

উদ্বোধনী দিনে সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাড়াও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ইউনিয়ন, চিতোষী পশ্চিম ইউনিয়ন, রায়শ্রী উত্তর এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের অসহায়, কর্মহীন ও উপার্জনহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহরাস্তি উপজেলার মোট এক হাজার নারী-পুরুষষের মাঝে জন প্রতি এক হাজার হিসাবে মোট দশ লক্ষ টাকা বিতরণ করার কথা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর সভার মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার বিশিষ্ঠজন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

প্রতিবেদক:মোঃ জামাল হোসেন

Share