Home / চাঁদপুর / অসহায়কে ব্যাটারিচালিত রিক্সা দিলেন চাঁদপুরের প্রবাসী
অসহায়কে ব্যাটারিচালিত রিক্সা দিলেন চাঁদপুরের প্রবাসী

অসহায়কে ব্যাটারিচালিত রিক্সা দিলেন চাঁদপুরের প্রবাসী

হতদরিদ্র শামছুদ্দিনকে ব্যাটারিচালিত রিক্সা দিলেন কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের মনির হোসেন গাজী।

মঙ্গলবার ((১৮ জুলাই) বিকেলে শহরের স্টেডিয়াম রোডস্থ ইফতি মটর্সের সামনে শামছুদ্দিনের হাতে রিক্সার চাবি তুলে দেন মনির হোসেন গাজী।

এ সময় উপস্থিত ছিলেন ইফতি মটর্সের স্বতাধিকারী ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন বেপারী, যুবলীগ নেতা রাজিব চৌধুরী, গুয়াখোলা ক্রীড়া চক্রের কর্মকতা সোহেল হোসেন, ব্যবসায়ী শান্ত, টিপু, ছাত্রলীগ নেতা ছাকিব আহমেদ মারুফ, মিয়াজী রাকিবসহ অন্যান্যরা।

ভোলা জেলার বৃদ্ধা শামছুদ্দিন জানায়, তিনি অভাবের কারণে ভোলা জেলা থেকে চাঁদপুরে এসে ভাড়ায় রিক্সা চালাতো। ক’দিন আগে মনির হোসেন গাজী তার রিক্সায় পেসেঞ্জার হয়ে উঠেন। এসময় কথা বলার এক পর্যায়ে মনির হোসেন গাজী শামসুদ্দিনের অভাবের কথা শুনে তাকে একটি রিক্সা কিনে দেয়ার কথা দেন। তিনি আরো বলেন, রিক্সা চাবি হাতে পেয়ে আমি অনেক খুশি। আল্লাহ ওনার মঙ্গল করুক।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৫ পিএম, ১৮ জুলাই ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply