চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত না হলেও নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে অষ্টমের সবাইকে নবম শ্রেণিতে ভর্তি করা হবে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন,‘চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে ভর্তির নির্দেশনা দেয়া হয়েছে। অষ্টমের থেকে নবম শ্রেণিতে ভর্তি থেকে কাউকে বাদ না দিয়ে সবাইকে এ সুযোগ দিতে বলা হয়েছে। এখানে কাউকে ফেল করানোর কোনো সুযোগ নেই,সবাইকে নবম শ্রেণিতে ভর্তি করা হবে।’
তিনি আরও বলেন, জেএসসি পরীক্ষার্থী একটি প্রতিষ্ঠানে ৩ বছর পড়ালেখা করেছে। তাদের সম্পর্কে শিক্ষকদের ধারণা রয়েছে। সেটি বিবেচনা করে মূল্যায়ন করতে হবে। তবে এসব শিক্ষার্থীকে অষ্টম শ্রেণির সার্টিফিকেট দেয়া হবে কি-না বা সার্টিফিকেট দিলে জিপিএ বা গ্রেড পয়েন্ট থাকবে কি-না,সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হবে তা বাস্তবায়ন করা হবে।
এর আগে করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস তিন দিন বাড়িয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,বিশ্বব্যাপি মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় লকডাউন।
টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই রয়েছে।
বার্তা কক্ষ , ১৭ সেপ্টেম্বর ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur