Home / উপজেলা সংবাদ / অশ্লীল পোস্টার হারবাল কোম্পানির পর্ণোগ্রাফি বিজ্ঞাপন প্রচারণা
অশ্লীল পোস্টার হারবাল কোম্পানির পর্ণোগ্রাফি বিজ্ঞাপন প্রচারণা

অশ্লীল পোস্টার হারবাল কোম্পানির পর্ণোগ্রাফি বিজ্ঞাপন প্রচারণা

জহিরুল ইসলাম জয় | আপডেট: ১১:২১ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার

 

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আইন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশ- জনতা এক হয়ে কাজ করার আহবান জানান।

তিনি হাজীগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানসহ যে কোনো স্থানে সিনেমার অশ্লীল পোস্টার ও ক্যাবল টিভি হারবাল কোম্পানির পর্ণোগ্রাফি বিজ্ঞাপন প্রচারণা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরো বলেন, “মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে, যৌতুক, নারী নির্যাতন যে হারে বেড়ে চলছে তা নিয়ন্ত্রণ করতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সহযোগিতা থাকলে সকল অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।”

হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠান বাজারের বধূয়া কমিউনিটি সেন্টারে এসআই (সেকেন্ড অফিসার) মো. মনির হোসেনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (হাজীগঞ্জ) মো. আবদুল হানিফ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান পাটওয়ারী, উপজেলা সাবেক ভাইস-চেয়ারম্যান মো. হারুনুর রশীদ মুন্সী, সত্যব্রত ভদ্র মিঠু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশের সভাপতি আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, মডেল কলেজের অধ্যাপিকা ফাতেমা বেগম, ৬নং বড়কুল ইউনিয় কমিউনিটি পুলিশের সভাপতি মো. আবু তাহেরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ।

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, হাজীগঞ্জ শহর যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান জাহিদ, কামরুজ্জামান টুটুল, জহিরুল ইসলাম জয়, মিরাজ মুন্সীসহ ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫