Home / বিনোদন / অশালীন ছবি পোস্ট করায় আইনি নোটিশ সুপ্রিম কোর্টের
অশালীন ছবি পোস্ট করায় আইনি নোটিশ সুপ্রিম কোর্টের

অশালীন ছবি পোস্ট করায় আইনি নোটিশ সুপ্রিম কোর্টের

ফেসবুকে ‘অশালীন’ ছবি পোস্ট করার অভিযোগে উঠতি নায়িকা সানাই মাহবুব সুপ্রভাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে বলা হয়ে এসব ছবি প্রকাশ করে সানাই ‘বঙ্গ নারীর সম্মান ও মর্যাদা এবং সাধারণ মানুষের অনূভুতিতে আঘাত করেছেন। তবে সানাই এখনো তার সেই ‘অশালীন’ ছবিগুলো সরিয়ে দেননি। নোটিশের উত্তরে ফেসবুকে তিনি লিখেছেন,

মাথায় বাজ পড়তেছে আমার। আর কতো? ১ ফাল্গুনে আমি ফেসবুকে কি ছবি আপলোড করছি তার জন্য আমার বাসার ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট এর উকিল? এটা কতোটা যুক্তিসংগত হয়েছে?

আমি কি আসলেও তেমন কোন পিক আপ দিয়েছি? এগুলো কেন করছেন আপনারা? কোন উদ্দেশ্য থেকে, আমার জানা দরকার। শুরু থেকেই আমার ডানে গেলে দোষ, বামে গেলে দোষ.. কাহিনী কি?

আর এই নোটিশ পাওয়ার পর, আপনারা কি মনে করেছেন, আমি বাসায় লেপ গায়ে দিয়ে কান্না করব? স্যরি, আলহামদুলিল্লাহ্‌ আমি অতটা নরম মনের না। আল্লাহ্‌ আমাকে অনেক সাহসী বানিয়েছেন। এগুলা করে লাভ নাই।

(সানাইয়ের ফেসবুক থেকে সংগৃহীত)-বিডি প্রতিদিন

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪:৪০পি.এম ২ মার্চ ২০১৮ শুক্রবার
এএস.