চাঁদপুর

অল্পের জন্য রক্ষা পেলো পুরাণবাজারের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর শহরের পুরাণবাজারে বড় ধরণের চুরির হাত থেকে রক্ষা পেয়েছে দু’টি বড় ব্যবসা প্রতিষ্ঠান। ওই এলাকার হলুদপট্টিতে স্বস্তি ভান্ডার ও আল-আমিন স্পাইসেস প্রডাক্টস্ নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পৃথকভাবে এই ঘটনা থেকে রক্ষা পায়।

প্রতিষ্ঠান দু’টির মালিক সূত্রে জানা যায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে আল-আমিন স্পাইসেস প্রডাক্ট নামের প্রতিষ্ঠানের লোকজন দ্বিতীয় তলার দরজার তালা কাটা দেখতে পায়।

পরে তারা সেখানে গিয়ে ছাদের উপর চোরচক্রের রেখে যাওয়া আনুসাঙ্গিক যন্ত্রপাতি দেখতে পায়।

খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ির পুলিশ সেখান থেকে তালা কাটার একটি বড় ধারালো একটি যন্ত্র উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি প্রতিষ্ঠানের ব্যবাসায়ীদের দৃষ্টিগোচর হওয়ায় অল্পের জন্য তারা এই চুরির হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানান।

এদিকে একই স্থানের স্বস্তি ভান্ডারের স্বত্ত্বাধীকারি সৈকত সাহা জানান, ‘গত ১৭ সেপ্টেম্বর শনিবার সকালে তিনি তার প্রতিষ্ঠান খুলতে গিয়ে তালা কাটা দেখতে পান।’

তিনি জানান, ‘চোরচক্র আগের রাতে চুরি করার জন্য তালা কেটেছিলো। হয়তো তারা সুবিধা করতে না পেরে চুরি করতে পারেনি।’

নাম প্রকাশে অনেক ব্যবসায় অভিযোগ করে বলেন, ‘ফাঁড়ির পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যরা অজ্ঞাত কোনো কারণে বড় চোরদের আটক না কারে শুধুমাত্র ছেঁচরা চোর আর মাদক সেবনকারীদের আটক করে চোর বলে কোর্টে চালান দিয়ে থাকেন। যার ফলে জেলার সর্ববৃহৎ এই বাণিজ্যক এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে।’

তারা আরো জাজান, ‘এর কিছুদিন পূর্বেও ওই এলাকার চুনাপট্টির ব্যবসায়ী নারায়ণের বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে।

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share