Home / চাঁদপুর / চাঁদপুরে আরো ৩০ জনসহ করোনা শনাক্ত অর্ধ সহস্রাধিক ছাড়ালো
আইসোলেশনে

চাঁদপুরে আরো ৩০ জনসহ করোনা শনাক্ত অর্ধ সহস্রাধিক ছাড়ালো

চাঁদপুরে আরো ৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত ২জন। নতুন শনাক্তসহ চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধ সহস্রাধিক ছাড়ালো । চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে ১৭ জুন বুধবার দুপুরে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে মতলব আইসিডিডিআরবি’র ৬জন, চাঁদপুর সদরের ১৯জন, ফরিদগঞ্জের ৪জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। এর মধ্যে ফরিদগঞ্জের মৃত আজিজ মোল্লা (৬৫) ও চাঁদপুর সদরের মৃত মফিজুল ইসলাম (৬৫) রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০৮। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১জনে।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫০৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৮১জন, শাহরাস্তিতে ৬৩জন, ফরিদগঞ্জে ৬১জন, হাজীগঞ্জে ৫৯জন, মতলব দক্ষিণে ৫০জন, হাইমচরে ৩৩জন, কচুয়ায় ২৮জন ও মতলব উত্তরে ২৭জন।

এছাড়া জেলায় মোট ৪১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২জন, হাজীগঞ্জে ১২জন, ফরিদগঞ্জে ৫জন, কচুয়ায় ৪জন, মতলব উত্তরে ৪জন, শাহরাস্তিতে ৩জন ও মতলব দক্ষিণে ১জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার ওই অফিসে ঢাকা থেকে ৯০টি নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৪টি রিপোর্ট করোনা পজেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআরবি থেকে তাদের মহাখালীস্থ প্রধান কেন্দ্রে পাঠানো নমুনা টেস্টে আরো ৬জনের রিপোর্ট করেনাা পজেটিভ এসেছে। নমুনা পৃথকভাবে পাঠালেও জেলায় অবস্থানের কারণে তারাও চাঁদপুরের আক্রান্ত রোগীদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৭ জুন ২০২০