প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিদেশে বাংলাদেশ থেকে ৩৬ লাখ ৩৭ হাজার ৮৬ জন কর্মী পাঠানো হয়েছে।
তিনি মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংসদে জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, এর মধ্যে পুরুষ কর্মী ৩৫ লাখ ১৩ হাজার ১শ’ ২০ জন এবং মহিলা কর্মী ৪ লাখ ৫৪ হাজার ১শ’৪৮ জন পাঠানো হয়েছে।
তরিকত ফেডারেশনের এম এ আউয়ালের অপর এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বিএসসি বলেন, গত অর্থবছরে সৌদি আরবে সরকারিভাবে ৩শ ’৪ জন এবং বেসরকারিভাবে ১ লাখ ৩ হাজার ২শ’৮০ জন কর্মী গমন করছেন।
মালয়েশিয়ায় সরকারিভাবে ২ হাজার ৩শ ’১ জন এবং বেসরকারিভাবে ৪৮ হাজার ৭শ’৩৪ জন কর্মী গমন করছেন। (বাসস)
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৮:০৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
এজি/এইউ