অর্ধশতাধিক রিকশা চালকদের মাঝে শীত উপহার বিতরণ
সামাজিক ও মানবিক সংগঠন আপন -এর উদ্যোগে চাঁদপুরে অর্ধশতাধিক রিকশা চালক ও শীতার্ত মানুষের মাঝে মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারে শীত উপহার হিসেবে রিক্সা চালকদের ভারী কাপড়ের উন্নত হুডি এবং শীতার্ত নারীদের কম্বল প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। সামাজিক সংগঠন আপন -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, আপন -এর উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, চাঁদপুর জেলা ফটোজানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম।
আপন -এর সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাহ আলম ফরাজী, চাঁদপুর রেইমবো হাসপাতালের পরিচালক মহসিন ভূঁইয়া, আপন -এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মোঃ আশরাফুল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা চৈতি।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, শীতের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা দরকার। আপন-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এটি অন্য সংগঠনগুলোর জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
তিনি আরো বলেন, আমাদের সমাজে উল্লেখ সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। দরিদ্র ও নিম্নবিত্ত এই মানুষগুলো লোক লজ্জায় কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারেন না। আমরা যারা সামর্থ্যবান আছি, তাদের উচিত আশেপাশে এমন মানুষদের খোঁজখবর রাখা। বিশেষ করে দুর্যোগ-দুর্ভোগ কিংবা উৎসবের দিনগুলোতে তাদের দিকে মানবতার হাত বাড়িয়ে দেওয়া। আসুন আমরা সবাই মিলে খুদা ও দারিদ্র্যমুক্ত একটি সুন্দর এবং মানবিক রাষ্ট্র করে তুলি।
সভাপতির বক্তব্যে ডা. রাশেদা আক্তার বলেন, সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষের কষ্ট লাঘব করাই আপন-এর মূল লক্ষ্য। শীত উপহার বিতরণের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার সামান্য প্রয়াস নিয়েছি। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা রিকশা চালক এবং অসহায় শীতার্তদের হাতে আপন -এর শীত উপহার তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্র্রতিবেদক: আশিক বিন রহিম/
১৯ জানুয়ারি ২০২৬