অর্ধশতাধিক অসহায় মানুষের মুখে হাসি ফোটালো ‘আমরা বিজয়ী’

ঈদ মানেই খুশি, ঈদ মানেই ঈদ আনন্দ। কিন্তু রাস্তার পাশে থাকা অসহায়, সুবিধাবঞ্চিতদের ঘরে ঈদের সেই আনন্দ পৌঁছায় না। আর তাই অসহায়দের ঈদ আনন্দ পৌঁছে দিতে চাঁদপুরে নারী উদ্দোক্তা সংগঠন আমরা ‘বিজয়ী’ এগিয়ে এসেছি। পাশে দাঁড়িয়েছে রাস্তার পাশে থাকা অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের।

শনিবার (২৩ এপ্রিল) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে অর্ধশতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ বাজার বিতরণ করেন সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই।

এসময় গণমাধ্যমের কাছে সংগঠনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই বলেন, আসলে ঈদে সবাই চায় একটু আনন্দ করতে, একটু ভালো, একটু ভালো কিছু পড়তে। কিন্তু সবাই হয়তো সেই সুযোগ পায় না। আমরা সবাইতো মানুষ। আর মানুষ হিসেবে অন্য কোন মানুষের পাশে দাড়ানো নিজের কর্তব্য মনে করেছি আমরা। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কারো কারো মনে আনন্দের সৃষ্টি করে সেটাই আমাদের অনেকবড় পাওয়া হবে।

এছাড়াও তিনি আরো জানান, আমাদের সংগঠনটি মূলত চাঁদপুরের পিছিয়ে পড়া প্রতিভাবান নারীদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। ইতিমধ্যে আমাদের সংগঠনের অনেকেই অনেক সাফল্য অর্জন করেছে। যেহেতু আমরা নিচ উপরে উঠতে চাচ্ছি, সেহেতু আমাদের এগিয়ে চলার পথে কাউকে অসহায়ত্ব অবস্থায় দেখলে আমাদের তা ভালো লাগে না। তখন চাই তাদের মূখে কিছুটা হলেও হাসি ফুটাতে। এজন্যে চাঁদপুরবাসীর সকলের কাছে দোয়া চাই যেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, চাঁদপুর ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট মাহমুদা খানম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাসিমা রিতা, জেলা বিএনপির পৌর সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা, প্রমূখ।

আমরা বিজয়ী সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর ‘আমরা বিজয়ী’ চাঁদপুর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা রাশেদা আক্তার, জেনারেল সেক্রেটারি সোনিয়া রহমান, জয়েন্ট সেক্রেটারি আমেনা বারী মৌসুমী, ট্রেজারার নুহা তাসনিম, সোশ্যাল মিডিয়া (সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক) কমিটির এডমিন রায়ানা কায়সার ফেন্সি, এডমিন তানজিলাল রহমান জুম্মি, মডারেটর মুসরাত মুন্নি, মডারেটর খলিল আহমেদ নিরব, হাজীগঞ্জ উদ্যোক্তা বাম্পী রায়, মতবল দক্ষিণের উদোক্তা আজমা আক্তার, সাদিয়া খানম, সাবিহা নিশি,ফরিদগন্জ উদ্যোক্তা সুরাইয়া আহমেদ সুরু প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৩ এপ্রিল ২০২২

Share