বিনোদন ডেস্ক | আপডেট: ০৯:১৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫, শনিবার
ছেলে টাইগার শ্রফ ইতোমধ্যেই বলিউডে নাম লেখিয়েছেন। হিরোপান্তি দিয়ে বাজিমাত করেছেন দর্শকদের মন। তবে এবার বলিউডে ছোট খাটো বিতর্কে আছেন জ্যাকি শ্রফ কন্যা কৃষ্ণা শ্রফও।
আর থাকবেনই না কেনো বলিউডে মুখ না দেখে গেলেও এক্ষুনি বলিউডে পা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা কন্যা। তাই আগেভাগেই নিজেকে ঝালাই করে নিচ্ছেন।
বলিউড লাইফ ডটকমের বরাত দিয়ে জানা যায় সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে অর্ধনগ্ন ছবি আপলোড করেন কৃষ্ণা। ছবিতে হাতেখড়ির আগেই নিজের এমন ছবি প্রকাশকে বলিউড বোদ্ধারা কৌশল হিসেবেই নিচ্ছেন।
চমকে দেয়া এটাই প্রথম না। দাদা টাইগার শ্রফের প্রথম ছবি হিরোপান্তির সাকসেস পার্টিতে নিজের ব্রাজিলীয় বয়ফ্রেন্ডকে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিলেন কৃষ্ণা।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur