অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীদের যাতে পড়াশোনা বন্ধ না হয়ে যায় : পৌর প্রশাসক

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর প্রশাসক ও কলেজের গভর্নিং বডির সভাপতি একরামুল ছিদ্দিক।

এসময় তিনি বলেন,অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থীর যাতে পড়াশোনা বন্ধ হয়ে না যায়। সেদিকে সবাই নজর রাখবেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন যা যা সহযোগিতা করার প্রয়োজন আমি করবো।আমরা চাইনা অর্থের কাছে কোন মেধাবীর জীবন যাতে হেরে না যায়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, কাউন্সিলর মোঃ সোয়েব, মহিলা কাউন্সিলর আয়শা রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রেহেনা আক্তার তৌহিদা, সহকারী শিক্ষক রিনা নন্দী, দীপক চন্দ্র দাস, নূরে আলম পাটোয়ারী, মোঃ কামাল হোসেন, মো:ইব্রাহিম, খোরশেদ আলম, আমেনা আক্তার হ্যাপি,তাসলিমা আক্তার মোবারক হোসেন, সম্রাট জমাদার সহ বিদ্যালয় ও কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও অভিবাবকগন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৩ সেপ্টেম্বর ২০২৪

Share