Home / সারাদেশ / আরব লীগের গাজা পুনর্নিমাণে অর্থায়নের আহ্বান
gaza3-====

আরব লীগের গাজা পুনর্নিমাণে অর্থায়নের আহ্বান

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান জানিয়েছেন আরব নেতারা। শনিবার (১৭ মে) ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে আরব নেতারা বলেন, আমরা দেশগুলো এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে গাজা পুনর্গঠনে আরব লিগের পরিকল্পনা কার্যকর করা যায়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেন,গাজায় এ গণহত্যা এমন এক ভয়াবহ মাত্রায় পৌঁছেছে,যা ইতিহাসের অন্য কোনো সংঘর্ষে দেখা যায়নি।

তিনি বলেন, ইরাক গাজা পুনর্গঠনে আরব তহবিল গঠনের উদ্যোগকে সমর্থন করে। সেইসঙ্গে ইরাক এই তহবিলে ২০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এবং ইসরাইলি আগ্রাসনের শিকার আরেক দেশক লেবাননের জন্য আরও ২০ মিলিয়ন ডলার দান করবে বলেও ঘোষণা দেন তিনি।

gaza
ইরাকি প্রধানমন্ত্রী আরও বলেন,আমরা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং গাজায় গণহত্যা, পশ্চিম তীর ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন,আমরা গাজাকে রক্ষা করতে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডাব্লিউএ-কে পুনরায় সক্রিয় করতে আন্তরিক ও দায়িত্বশীল আরব পদক্ষেপের আহ্বান জানিয়ে এসেছি এবং জানিয়ে যাব।

১৮ মে ২০২৫
এজি