Home / চাঁদপুর / চাঁদপুরে ৫ মাসে ৪৬৭ কোটি টাকার রেমিট্যান্স অর্জন
অর্জন

চাঁদপুরে ৫ মাসে ৪৬৭ কোটি টাকার রেমিট্যান্স অর্জন

চাঁদপুরের ৬ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে চলতি অর্থবছরের ২০২১-২২ এর জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিল-মে এ ৫ মাসে ৩ লাখ ৬৫ হাজার প্রবাসী থেকে ৪৬৭ কোটি ৪৬ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স অর্জন করেছে ।

সংশ্লিষ্ট চাঁদপুরের ৬ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের স্ব স্ব আঞ্চলিক অফিস থেকে প্রাপ্ত তথ্যে ৮ জুন সংশ্লিষ্ট সকল ব্যাংকের আঞ্চলিক কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, সোনালী ব্যাংকের ২০টি শাখায় ২০২১-২২ এ ৪ মাসে ১১৬ কোটি ৭৮ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স,জনতা ব্যাংকের ১৫ টি শাখায় ৮২ কোটি ৭০ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স,অগ্রণী ব্যাংকের ২১ টি শাখায় ১৮২ কোটি ৬৫ লাখ টাকা, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৮ টি শাখায় (৪ মাসে) ৪০ কোটি ৫৮ লাখ টাকা, রূপালী ব্যাংকের ১৩ টি শাখায় ৫৪ কোটি ৯৫ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স অর্জন করেছে।

অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক লক্ষণ চন্দ্র সিংহ বলেন,বিশেষ করে চাঁদপুরের গ্রামে-গঞ্জে প্রবাসীদের পাঠানো অর্থের কারণে প্রতিটি বাড়িতে দৃষ্টিনন্দন ভবন দেখা যাচ্ছে। অগ্রলী ব্যাংক তাদের সার্বিক লেনদেনের জন্য যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করে থাকে। এ ছাড়াও জাতীয় জেডিপিতে তাদের যথেষ্ঠ অবদান রয়েছে। ’

তিনি আরো বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ স্বপ্নপূরণ করতে প্রবাসীদের অবদান রয়েছে। আমাদের জেডিপিতে রিজার্ভ বাড়ছে। যার ফলে অগ্রণীব্যাংক পদ্মাসেতুতে ১.৪ বিলিয়ন ডলার দিয়েছে ।’

চাঁদপুরে চলতি অর্থবছরে স্থাপিত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রূপক কুমার রক্ষিত চাঁদপুরের রেমিটেন্স অর্জন সম্পর্কে বলেছিলেন,‘আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হলো রেমিটেন্স।এতে ব্যাংকের রিজার্ভ বাড়ছে। মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দৈনন্দিন জীবনে বৈদেশিক রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চাঁদপুরসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্টেসর ভূমিকা অপরিহার্য। এ ছাড়াও রূপালী ব্যাংক বৈদেশিক রেমিট্যান্স প্রেরণকারীকে ২.৫০% প্রণোদনা প্রদান করে থাকে।

প্রসঙ্গত, চাঁদপুরের প্রবাসীদের শ্রমের বিনিময়ে পাঠানো রেমিটেন্স জেলার প্রায় দু’শতাধিক ব্যাংক শাখা ও কয়েক শ’শপিংমলে অর্থের তারল্য সৃষ্টি করছে। জেলায় প্রবাসীদের নিজ নিজ বাড়ি বা ভবন,ব্যবসা-বাণিজ্যে,শিক্ষা, কৃষি,স্ব-স্ব এলাকায় অবকাঠামোর উন্নয়ন, মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ক্ষেত্রে চিত্র পাল্টে দিয়েছে প্রবাসীদের বৈদেশিক র‌্যামিটেন্স ।

সম্প্রতি চাঁদপুর জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্যে জানা গেছে,পৃথিবীর ১৬২টি দেশে ১ কোটি ২০ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে। প্রবাসীর বেলায় দেশের অন্যান্য জেলার মধ্যে চাঁদপুরের অবস্থান ৬ষ্ঠ ।

চাঁদপুরের জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় সূত্র মতে,মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদপুরের বৈধ ৩ লাখ ৬৫ হাজার শ্রমজীবী নিজ নিজ কর্মস্থল থেকে তাদের নিকটতম স্বজনদের কাছে ব্যাংক ও অন্যান্য এজেন্সির মাধ্যমে র‌্যামিটেন্স প্রেরণ করেন। অবৈধ বা বিকাশ বা অন্যান্যভাবে রয়েছে আরো অসংখ্য র‌্যামিটেন্স অর্জন যার কোনো পরিসংখ্যান জানা সম্ভব হয়নি।

প্রবাসীদের পাঠানো বৈদেশিক রেমিট্যান্স দেশের রিজার্ভ বাড়ছে। কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। কোনো কোনো ব্যাংকের প্রতিটি বৈদেশিক রেমিট্যান্স ডেস্ক ও হেলপ ডেস্ক আলাদাভাবে সেবা প্রদানের জন্যে খোলা হয়েছে। ব্যাংক শাখা এ ক্ষেত্রে সব্বোর্চ সেবা প্রদানে বদ্ধপরিকর ।

প্রবাসীরা টাকা প্রেরণের কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক তার গ্রাহককে কাংখিত অংকের টাকা প্রদান করতে সক্ষম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিভিন্ন অর্থলগ্নি এজেন্সির মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা তাদের নিজ নিজ কর্মস্থল থেকে ওই অর্থ প্রেরণ করেন।

আবদুল গনি,
৯ জুন ২০২২
এজি