কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কন্যা হওয়া সত্ত্বেও প্রচারের আলোর বাইরে থাকতে পেরেছেন শ্বেতা বচ্চন নন্দা। কিন্তু তার কন্যা নব্যা নাভেলি নন্দার ক্ষেত্রে হয়েছে উল্টো। সংবাদমাধ্যম যেন ১৯ বছর বয়সী এই তরুণীর পিছু ছাড়ছেই না!
এ কারণে ডেইলি নিউজ অ্যানালাইসিসে খোলা চিঠির আকারে একটি কলাম লিখে পাপারাজ্জিদের কড়া সমালোচনা করেছেন শ্বেতা। তিনি বলেছেন, ‘আপনারা আমার মেয়েকে জানেন না। বিভিন্ন ওয়েবসাইটে তার ছবির সঙ্গে ‘নব্যা নন্দার উত্তেজক ছবি’ কিংবা ‘বন্ধুদের সঙ্গে নব্যা নন্দার বুনো পার্টি’ ধরনের ক্যাপশনেই তাকে চেনা যাবে না। বলার অপেক্ষা রাখে না ওর ব্যক্তিগত ছবিগুলো প্রকাশের অনুমতি নেওয়া হয়নি।’
শ্বেতা আরও লিখেছেন, নব্যা অন্য দশজন সাধারণ তরুণীর মতোই পার্টি উপভোগ করে, ছবি তোলে। তার কথায়, ‘ও যদি সাগরপাড়ে যায় তাহলে তো সেখানে মানায় এমন পোশাকই পরবে। যেটাকে আমরা বলি সুইমস্যুট। অন্য মেয়েরাও তো তা-ই পরে। ও এলোমেলো থাকবে, আবার গুছিয়ে উঠবে, ছেলেদের সঙ্গে উল্লাস করবে। এগুলো এ সময়ের তরুণ-তরুণীদের স্বাভাবিক আচরণ।’
১৯৯৭ সালে দিল্লির ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেন শ্বেতা। নব্যা ছাড়াও এই দম্পতির এক পুত্রসন্তান আছে। তার বয়স ১৪ বছর, নাম আগাস্তিয়া। –
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur