গাজা যুদ্ধবিরতিতে ইসরায়েলের ৪৯৭ বার চুক্তি লঙ্ঘনের অভিযোগ
গাজায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ৪৪ দিনে অন্তত ৪৯৭ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস।
গাজায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ৪৪ দিনে অন্তত ৪৯৭ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস। এসব হামলায় ৩৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। শিশু, নারী ও বয়স্করাই বেশি নিহত হয়েছেন।
এক বিবৃতিতে দপ্তরটি জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে লঙ্ঘন করছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। খবর আল জাজিরা
২৪ নভেম্বর ২০২৫
এজি