Home / জাতীয় / রাজনীতি / অভিযোগের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনকে গ্রেপ্তার
Asaduzzaman
ফাইল ছবি

অভিযোগের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনকে গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবি শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলবে। তদন্ত শেষ হলে বোঝা যাবে তারা কতটুকু দোষী কিংবা কোনো অপরাধ করেছে কি না।

আজ সোমবার দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দারা কাউকে গ্রেপ্তার করলে তখন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো অভিযোগ আছে, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকালে শিক্ষামন্ত্রীর পিও মো. মোতালেব হোসেনকে রাজধানীর বসিলা এলাকা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসির উদ্দিন নিখোঁজ হন।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ৩৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৮, সোমবার
এএস