চাঁদপুরে জেলা প্রশাসনের ১৩৭টি অভিযান পরিচালনা

চাঁদপুরে করোনার সংক্রমণ রোধে সরাকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। প্রতিদিন এ অভিযান অব্যাহত রয়েছে ।

জেলা প্রশাসক কার্যালয়ের জিএম শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে,চাঁদপুর জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পরিচালিত গত ১৫ দিনে জেলার সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তা,এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

এতে সর্বমোট ১৩৭ মোবাইল কোর্টে ৩০১টি মামলায় বিভিন্নজন, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন থেকে ৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়,অযথা বাসা থেকে বের হওয়া,ভোক্তা অধিকার সংরক্ষণ,গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে মামলায় এ জরিমানা করা হয় ।

স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসারগণ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অলিদুজ্জামান,আজিজুন্নাহার,মেহেদী হাসান মানিক,মো.উজ্জল হোসেন, ইমরান মাহমুদ ডালিম,সেলিনা আক্তার,আবিদা সিফাত,রেশমা খাতুন,দেবযানী কর,এআরএম জাহিদ হাসান প্রমুখ এসব অভিযান সকার ১০ টা থেকে বিকেল পর্যন্ত দু’সিফটে পরিচালনা করেন।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।

আবদুল গনি , ১৬ মে ২০২১

Share