করোনা ভাইরাস সংক্রোমণ রোধে মতলব বাজারে অভিযান চালিয়েছেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত।
১২ জুলাই সোমাবার বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত মতলব বাজারের সিএনজি স্ট্যান্ড,মাছ বাজার,রথ বাজার,কাপড় পট্রি,মনোহরী পট্রি, ফল পট্টিসহ বিভিন্ন অলিগলিতে অভিযান চালানো হয়।
অভিযানে কাউকে জরিমানা করা হয়নি তবে সবাইকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য সরকারের দেয়া বিধিনিষেধ গুলো মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক ব্যবহার করে সরকারের দেয়া নিয়ম অনুযায়ী দোকান পাট খোলা ও বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বাজারের ব্যবসায়ীদেরকে।
এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, মতলব বাজার ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।
প্রতিবেদকঃ মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur