মতলব দক্ষিণে যৌথ অভিযান

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মতলব দক্ষিণ উপজেলায় কঠোর অবস্থানে ছিল প্রশাসন। ৮ জুলাই সরকার ঘোষিত লকডাউনের ৮ ম দিনে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান ও জেলা ম্যাজিষ্ট্র্যাট এনামুল হাসান এবং পুলিশ যৌথভাবে অভিযান করেন মতলব দক্ষিণ উপজেলায়।

বিশেষ করে মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারের প্রত্যেকটি অলিগলিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি ঔষধ ফার্মেসীর ১ হাজার টাকা ও একটি বাইক চালককে ২শ টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

এসময় বাজারে আগত মানুষজনকে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার জন্য এবং বিনা প্রয়োজনে বাসা বাড়ি থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানান।

জরিমানা করা বড় বিষয় নয়,করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করার জন্যই হচ্ছে সরকারের এ প্রচেষ্টা। তাই সবাই ঘরে থাকা, সামাজিক দুরুত্ব বজায় রাখা এবং সরকারের দেয়া বিধিনিষেধ গুলো মেনে চলার জন্যও অনুরোধ জানানো হয় ।

এসময় থানার এসআই রুহুল আমিন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক উপস্থিত ছিলেন।

মাহফুজ মল্লিক , ৮ জুলাই ২০২১
এজি

Share