২২ এপিল্র ২০২৫ সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপরু এলাকায় মাদক বিরোধী অভিযান নপরিচালনা করে। উক্ত অভিযানে রিমন ৩১ নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে সাড়ে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
মাহমুদুল হাসান , লে. কমান্ডার, পিপিএম-সেবা, উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রিমন (৩১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় …
যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদব্য গাঁজা সংগহ্র করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর
মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ , ৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৬৭ জন গ্রেফতার, আরসা সদস্য ১৫ জন গ্রেফতার, হত্যা মামলায়
৮৯ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৬ জন গ্রেফতার, মামলায় ১০ জন গ্রেফতারসহ ৮৩ টি অস্ত্র, ১২৭৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৫৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপলু পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৪১ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৪ জন, জেল পলাতক ৩৫ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৫২ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অজর্ন করতে সক্ষম হয়েছে।
প্রেস রিলিজ
চাঁদপুর টাইমস
২২ এপ্রিল ২০২৫