সেনাবাহিনী-র্যাব-১১’র যৌথ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার : গ্রেফতার ১
২০ ডিসেম্বর ২০২৫ রাতে সেনাবাহিনী ও র্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নাজমুল ইসলাম শামীম (৪১) নামক ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এসময় আসামীর অবস্থানরত বাড়ি তল্লাশী করে ৩টি পাইপগান,৮০ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ২ টি চাপাতি, ৫টি ছুরি এবং ২টি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
২০ ডিসেম্বর সাদমান ইবনে আলম, মেজর, উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক র্যাব-১১,সিপিসি-২, কুমিল্লা এর প্রেরিত তথ্যে জানানো হয়েছে ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেফতারকৃত আসামী নাজমুল ইসলাম শামীম (৪১) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুল হালিম এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়-সে দীর্ঘদিন যাবত নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার করে চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। র্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনামোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরণের অংশ হিসেবে র্যাব-১১ ও সেনাবাহিনীর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
গোলাবারুদ উদ্ধার এবং ৫শ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৮৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী ৬ শ ১৫ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১,৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩১৫ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী-১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-২ জন, হত্যা মামলায় ১৯২ জন গ্রেফতার,ধর্ষণ মামলায় ১০২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১৩১ টি অস্ত্র,১৪০৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তি
২০ ডিসেম্বর ২০২৫
এ জি