Home / উপজেলা সংবাদ / হাইমচর / অভিযানের প্রথম দিনে হাইমচরে ৬ জেলে আটক

অভিযানের প্রথম দিনে হাইমচরে ৬ জেলে আটক

মেঘনায় ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিন বুধবার (১ মার্চ) চাঁদপুর হাইমচর উপজেলায় কাটাখালি এলাকা থেকে ২০ হাজার মিটার কারেন্টজালসহ ৬ জেলেকে আটক করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গোবিন্দা এলাকার মৃত জমির মিজির ছেলে দুলাল মিজি (৩০), মৃত. আজিজ গাজীর ছেলে আক্তার হোসেন (২২), আহসান ভূইয়ার ছেলে সাহেব আলী (৩২), আহসান ভূইয়ার ছেলে রশিদ ভূইয়া (২৭), আলী আশ্বাদের ছেলে মনির হোসেন (২৫), মৃত রাজ্জাকের ছেলে শেখ মো. শহিদ উল্যা (২৮)।

উপজেলা ট্রান্সফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈনউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবর রশিদ ও নীলকমল নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই শিকদার হাসানুজ্জামানের যৌথ অভিযানে জাটকা নিধনকালে ৬ জেলেকে আটক করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. মঈনউদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে ১ বছর ৬মাস করে সশ্রম কারাদণ্ড দেন।

বিএম ইসাইল
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৩০ পিএম, ০১ মার্চ ২০১৭, বুধার
ডিএইচ

Leave a Reply