Home / চাঁদপুর / চাঁদপুরে নৌ-অভিযানে ৭ ড্রেজার-বাল্কহেডসহ আটক ১৬
p0lice 1

চাঁদপুরে নৌ-অভিযানে ৭ ড্রেজার-বাল্কহেডসহ আটক ১৬

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নৌ-পুলিশ।

এসময় ২টি ড্রেজার,৫টি বাল্কহেড ও ১৬ জনকে আটক করে ।

বুধবার দুপুর ১২ টায় চাঁদপুর নৌ-থানায় তথ্যটি নিশ্চিত করেন ওসি মো.কামরুজ্জামান। মঙ্গলবার রাত ১০ থেকে বুধবার সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করা হয়।

 

চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো.কামরুজ্জামান এর তত্ত্বাবধায়নে অভিযানে চাঁদপুর ও শরীয়তপুর জেলার ঘোষেরহাট নৌ-থানাসহ দু-ফাঁড়ি পুলিশ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, চাঁদপুর নৌ-থানাসহ তিন-ফাঁড়ির যৌথ অভিযানে পরিচালনা করা হয়। এসময় মঙ্গলবার রাত ১০ থেকে বুধবার সকাল পর্যন্ত পদ্মা-মেঘনার আলুরবাজার,  রাজরাজেশ্বর, মিনি কক্সবাজার,সফরমালীসহ শরীয়তপুর জেলার ঘোষেরহাটে এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার ও ৫ টি বাল্কহেড জব্দ করা হয়।

অভিযান কালে ১৬ জনকে আটক আটক করা হয়। আটকদের বিরুদ্ধে দণ্ডবিধি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় আইনে মামলা দায়ের করা হয়েছে।

<imgsrc=”https://chandpurtimes.com/wpcontent/uploads/2022/06/police-300×169.jpg” alt=”police” width=”300″ height=”169″ class=”alignnone size-medium wp-image-264738″ />

এসময় অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান, আলুরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম সিরাজুল ইসলাম, নরসিংহপুর ফাঁড়ির ইনচার্জ লুৎফুর রহমান,হরিণা ফাঁড়ির সিরাজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বলেন,‘ দেশ ও জাতীয় সম্পদ রক্ষায় নৌ- পুলিশ সর্বদা সচেষ্ট আছে। ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে । ‘

২৯ জুন ২০২২
এজি