চাঁদপুরে মায়ের সাথে অভিমান করে শাহপরাণ (২৩) নামের ছেলে আত্মহত্যা করেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়িতে ঘটনাটি ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়ির হযরত আলীর ছেলে শ্রমিক শাহ পরান (২৩) পারিবারিক বিষয় নিয়ে তার গর্ভধারিনী মা শাহনাজ বেগমের সাথে সকালে ঝগড়া বিবাদ করে। এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে শাহ পরান বক শিকারের বিষাক্ত ঔষধ খেয়ে ফেলে। মা শাহনাজ বেগম, পিতা হযরত আলী ও স্ত্রী সাজেদা আক্তার সাজু দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে তাকে পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হলে বিকেলে শাহ পরান মারা যায়। শাহ পরানের স্ত্রী সাজু আক্তার কয়েক মাসের অন্তঃসত্বা। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নায়েক সফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা পুলিশকে অবগত করেছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান জানান, প্রাথমিক চিকিৎসার পর বিষপান করা শাহপরাণের অবস্থা ভাল হওয়ায় তাকে ভর্তি দেয়া হয়। পরে বিকেলে অবস্থার অবনতি হলে হাসপাতালেই সে মৃত্যুবরণ করে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৭ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur