Sunday, 26 April, 2015 08:34:08 PM
আশিক বিন রহিম :
বাবার শাসনে অভিমান করে বটি দা দিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করেছেন রুবেল হোসেন (১৮) নামের এক বখাটে যুবক। গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকা প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার শহরের পুরাণবাজার টিজি রোডস্থ মাঠের কোনা এলকার হাওলাদার বাড়িতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাওলাদার বাড়ির ছোমাদ হাওলাদারের পুত্র রুবেল হোসেন এলাকার খারাপ ছেলেদের সাথে মিশে বখাটে বনে যাওয়ায় তার বাবা তাকে বকা দেয়।
ওইদিন সকালে রুবেল হোসেন পরিবারের সবার অগোচরে মাছ কাটার বটি দা দিয়ে নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে। এসময় তার গলার আনেকটা অংশ কেটে যায়।
এমআরআর/এবিআর/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur