চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের ৫২৬ জন ভোটাদের মধ্যে ৪৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২৩ টি ভোট বাতিল করা হয়। নির্বাচনে ৪ টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী হাডডা-হাডিড লড়াই করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েদুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. সফিকুল ইসলাম মোল্লাসহ এলাকার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। নিবাচনে বিজয়ীরা হলেন, ৭নং ব্যালটের প্রার্থী মো. ফারুক হোসেন (ফখরুল) সর্বোচ্চ ২০৫ ভোট পেয়ে প্রথম, ৬নং ব্যালটের প্রার্থী কাজী মো. জামাল হোসেন ১৯০ ভোট পেয়ে ২য়, ৪নং ব্যালটের প্রার্থী মো.খোরশেদ আলম ১৯০ ভোট পেয়ে ৩য় ও ১নং ব্যালটের প্রার্থী মো. আবু নাঈম ভূঁইয়া ১৮৬ ভোট পেয়ে চতুর্থ স্থান লাভ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur