‘মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে পুরস্কার বিতরণের আয়োজন। ছাত্র-ছাত্রী, অভিভাবক সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজটাকেই নষ্ট করে দেয়। পরিবারের একজন মাদকসেবী হলে পুরো পরিবারের সবাই অশান্তিতে থাকবে’
বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০টায় হাইমচরে মাদকদ্রব্য সেবনের কুফল ও প্রতিকারের উপায় শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার এসব কথা বলেন
হাইমচর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, সদর পুলিশ সার্কেল মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালি প্রমুখ।
পুলিশ সুপার আরো বলেন, যতক্ষন পযর্ন্ত এলাকার জনগণ সচেতন না হবে ততক্ষণ পযর্ন্ত মাদকের কুফল সমাজে বিস্তার করতেই থাকবে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। পুলিশের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকরা এ মহৎ কাজে এগিয়ে আসার এখনি সময়। যারা আজ মাদকদ্রব্য উপর রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে যে শিক্ষা অর্জন করেছ তা তোমাদের পরিবারকে সচেতন করে গড়ে তুলবে এর কোন সন্ধেহ নেই। সকলে মাদককে না বলুন এ শ্লোগানে সবাইকে এগিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় ও সমাজের কৃতি ব্যাক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
: আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ২ জুন ২০১৬, বৃহস্পতিবারডিএইচ