মতলবে বিপুল উৎসাহ উদ্দীপনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার (২০ জুলাই) হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় । সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ওই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৯শ’৮ জন ভোটারের মধ্যে ৬শ’৬৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অভিভাবক প্রতিনিধি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৪ জন বিজয়ী হয়। তাদের মধ্যে নির্বাচিত হন মো.হুমায়ন তফদার,মো.শাহ আলম চৌধুরী,মো.মজিবুর রহমার রুবেল ও মো. মোবারক হোসেন।
এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে ৪ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন ২জন। তারা হলেন সুমন মিজি ও মো.আব্দুস ছোবান মজুমদার। মহিলা প্রতিনিধি পদে আয়েশা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান।
এছাড়া উপস্থিত ছিলেন উপাদী ইউনিয়নের চেয়ারম্যান মো.গোলাম মোস্তফা,প্রাক্তন চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মো.নোয়াব খান, বর্তমান সভাপতি মো.বিপ্লবী মনিরুজ্জামান শিমুল,প্রধানশিক্ষক মো: নাছির উদ্দিন তফদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ বাদল মাস্টার, থানার এস আই তপন চন্দ্র দাস ও এসআই জহিরুল ইসলাম।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ৯ : ২০ পিএম, ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur