Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৬শ অভিবাসী
malayasia

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৬শ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযানে বিভিন্ন দেশের প্রায় ৬০০ অভিবাসীকে আটক করেছে অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে ৮৫ জন বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে অভিবাসন বিভাগ।
২২ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৫ টায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে অভিবাসন বিভাগ।

শনিবার সকালে ক্লাং মেরুর সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সের অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এসময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে গুটিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি ​​এমবক তাহা বলেন,‘ অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬ শ ৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেয়া হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭-৫৭ বছর বয়সী ৬ শ ২৮ জন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছেন । যার মধ্যে ৫শ ৩০ জন মিয়ানমারের নাগরিক,৮৫ জন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন। ’

জাফরি ​​বলেন, ‘ আটককৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বৈধ ভ্রমণ নথির অভাব,ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করায় তাদের আটক করা হয়। তদন্তে আরও জানা গেছে- কিছু অবৈধ অভিবাসী তাদের নিজস্ব তত্ত্বাবধানে দোকান পরিচালনা করছিলেন এবং কেউ কেউ মূল মালিকদের কাছ থেকে ভাড়া নিয়ে পরিচালনা করছে। যার কোনো বৈধ নথিপত্র ছিল না। আরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আটকদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে । ’

বশির আহমেদ ফারুক,
মালয়েশিয়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫
এজি