শবনম বুবলীকে আর নতুন মুখ বলা যাবে না। কারণ এরইমধ্যে ‘বসগিরি’ ও ‘শুটার’ নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। বর্তমানে বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
সামনে নতুন ছবির জন্য প্রস্তুতিও নিচ্ছেন। কিছুদিন পর শুরু করছেন নতুন আরেকটি ছবি। নাম ‘মা’। কালাম কায়সার পরিচালিত এ ছবিতে প্রথম ভাগে অপু বিশ্বাস ও শাকিব খান অভিনয় শুরু করেন। তবে মাঝে নানা কারণে এ ছবির কাজ আর শুরু না হওয়ায়
এ ছবির গল্প নতুনভাবে লেখা হচ্ছে। আর অপু বিশ্বাসের স্থলে অভিনয় করছেন বুবলী। এছাড়াও বেশকিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব রয়েছে তার কাছে।
এ নিয়ে বুবলী বলেন, আমার সঙ্গে শাকিবের নতুন ছবিটির কাজ একটু দেরিতে শুরু হবে। কারণ তিনি যৌথ প্রযোজনার নতুন ছবির কাজ করছেন। এজন্য বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। আর অন্য নায়কের সঙ্গেও কাজের প্রস্তাব আসছে। সবকিছু মিলে গেলে অবশ্যই তাদের সঙ্গে কাজ করব।’
প্রসঙ্গত, অপু বিশ্বাসের পর শাকিব খানের সঙ্গে সঙ্গে বুবলী অভিনীত দুটি ছবিই দর্শক গ্রহণ করেছেন।
মুক্তির আগেই গানের ভিডিও দিয়ে আলোচনায় চলে আসে বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবিটি। ইউটিউবে মুক্তি পাওয়া ছবির গানগুলো বেশ প্রশংসা পায়।
বিশেষ করে ‘বুবলী’ নামের গানটি মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মাথায় প্রায় নব্বই হাজারেরও বেশিবার দর্শক দেখে ফেলেন।
এটাও একটা বড় অর্জন বলে মনে করেন বুবলী। তাই শাকিবও বুবলীকে নিয়ে সামনে আরো বেশকিছু ছবিতে কাজ করতে চান।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ পিএম, ১২ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur