Home / সারাদেশ / অভিনব কায়দায় সিলেটে এক রাতে দুই বাসায় ডাকাতি : আটক এক

অভিনব কায়দায় সিলেটে এক রাতে দুই বাসায় ডাকাতি : আটক এক

সিলেট জেলার সদর উপজেলার খাদিমপাড়ার সৈয়দপুরে এক রাতে অভিনব কায়দায় একই ভবনের দুটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল ইউরো, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

সাহেদ আহমদ ও জাহেদ আহমদের বাসায় বুধবার ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫-২০ জনের ডাকাতদল কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ভবনের নিচ তলায় স্পেনপ্রবাসী সাহেদ আহমদের বাসায় প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, ৩ লাখ টাকা মূল্যমানের ৩ হাজার ইউরো ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

এরপর ডাকাতরা দোতলার বাসিন্দা জাহেদ আহমদের বাসা থেকে ১৫ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।

ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় বাসার বাসিন্দাদের চিৎকারে স্থানীয়রা ঘেরাও করে এক ডাকাতকে আটক করে ফেলে। পরে তাকে ‍পুলিশে সোপর্দ করে তারা।

ওসি জানান, তার কাছ থেকে একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। অন্য ডাকাতদের গ্রেফতার করতে ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক || আপডেট: ০১:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার

এমআরআর