বাংলাদেশের বিজয় দিবসে অভিনব একটি ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় রাষ্টদূত বার্নিক্যাট সহ অন্যান্য কর্মকর্তারা শামসুর রহমানের বিখ্যাত ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি আবৃত্তি করছেন।
রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিক্যাটের ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা’ এই লাইনটি আবৃত্তির মাধ্যমে ভিডিওটি শুরু হয়। ক্রমান্বয়ে দূতাবাসের দেশি ও বিদেশি কর্মকর্তারা সবাই কবিতাটির একটি করে চরণ আবৃত্তি করেন।
ভিডিওটির ক্যাপশনে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, এই ভিডিওটি তৈরি করার সময় আমরা অনেক মজা করেছি।
বিশেষ করে বাংলাদেশি পোষাক ও বাংলা ভাষা অনুশীলন করার কথা উল্লেখ করা হয়।
ভিডিওটি দেখুন…
নিউজ ডেস্ক ।। ।। আপডেট : ০১:৫৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur