Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে অভাব মেটাতে না পেরে সন্তানকে বিক্রি করলেন বাবা
অভাব

মতলবে অভাব মেটাতে না পেরে সন্তানকে বিক্রি করলেন বাবা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরপাড়া এলাকায়  সংসারের অভাব মেটাতে না পেরে স্ত্রীকে না জানিয়ে দেড় বছরের শিশু আব্দুল্লাহকে ২০ হাজার টাকার বিনিময়ে  বিক্রি করে দিয়েছে পিতা ইমরান হোসেন।

শিশুটিকে বিক্রি করা হয় মতলব উত্তর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে (নিঃসন্তান) রুমা বেগমের নিকট।

সন্তানের দাবীতে  তার মা লামিয়া আক্তার মতলব দক্ষিণ থানায়  অভিযোগ করলে ৬ জুন রাতে অভিযান চালিয়ে  শিশু আব্দুল্লাহকে  উদ্ধার করে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন  মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমরান হোসেনের  সংসারে অভাব-অনটন থাকায় এবং বিভিন্ন এনজিওর কিস্তির টাকা পরিশোধ করার জন্য গত ৪ জুন  নিজের সন্তানকে মতকব উত্তর উপজেলার লক্ষীপুর গ্রামে এক নিঃসন্তান মহিলার নিকট ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়।

মা লামিয়া আক্তার বলেন, তার স্বামী না জানিয়ে শিশু আব্দুল্লাহকে বিক্রি করে দেয়।বিক্রি করার পর থেকে বাড়ীতে না আসায় থানায় অভিযোগ করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মিয়া বলেন, স্ত্রীর অভিযোগ পাওয়ার সাথে সাথে রাতেই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ে নিকট হস্তান্তর করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ জুন ২০২২