চাঁদপুর পৌরসভার অভ্যন্তরে অবৈধ লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিক্সার ওপর অভিযান করেছে চাঁদপুর পৌরসভা। বুধবার (১৫ মার্চ) বিকেল ৪ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত শহরের তিনটি পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পৌর কর্মচারীবৃন্দ শহরের শপথ চত্বর, মিশন রোড মোড় ও ওয়ারলেস মোড় এলাকায় অন্তত ৭১ টি অবৈধ ও অনুমোদনবিহানী ব্যাটারি চালিত রিক্্রার অভিযান করে সেগুলোর ব্যাটারি ভেঙ্গে ফেলা হয়।
শহরের শান্তি-শৃংখলা যানজট নিরসনে এবং অবৈর্ধ ব্যাটারি চালিত অটোবাইক উচ্ছেদের লক্ষ্যেই মেয়র নাছিরউদ্দিন আহমেদের নির্দেশে এ অভিযান পরিচালিত হয় এবং অভিযান অবহুত থাকবে। অভিযানে অংশ নেন চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসাইন,সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল, রফিকুল ইসলাম, শাহরিয়ার হোসেন,এনায়েত হোসেন,ফারহান জিকু সহ কর্মচারীবৃন্দ।
চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোশারফ হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, মেয়র স্যারের নিদের্শেই আমরা অবৈর্ধ ব্যাটারিচালিত রিক্সার ওপর অভিযান শুরু করেছি । গত সপ্তাহেও এ অভিযান ছিলো। পৌরসভাধীন কোন এলাকায় লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিক্সা চলাচল করতে পারবে না।
এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ১১ পিএম, ১৫ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ