শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি বলেন, বিএনপি সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল আবারো অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়। ততকালীন ক্ষমতার সময়ে তারা এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার করে নির্বাচনের চেষ্টা করে। এবারও ভিন্ন কৌসলে আগাতে চায়। বাংলার জনগণ ও আওয়ামী লীগ আর কখনো এটা হতে দিবেনা।
তিনি বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তারা ২৯ সিট পেয়েছিল। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবেনা তাই তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। আমরা সকল অপশক্তিকে প্রতিহত করবোই করবো।
চাঁদপুরের হাজীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার বেলা ১১টায় স্থানীয় সদর ইউনিয়ন সম্মুখে এ শান্তি সমাবেশ
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছিরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ার, এ্যাড. জহিরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, সদর ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন প্রমূখ।
শান্তি সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান মীর। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ।
শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১১ ফেব্রুয়ারি ২০২৩