শাহরাস্তিতে অবৈধ দোকান অপসারণের নির্দেশ দিলেন ইউএনও

শাহরাস্তিতে সড়ক যানজটমুক্ত করতে অবৈধ দোকান অপসারণের নির্দেশ দিলেন নির্বাহী অফিসার শিরীন আক্তার। মঙ্গলবার ৩১ আগস্ট চাঁদপুরের শাহরাস্তি (গেইট) দোয়াভাঙ্গা আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত করতে আগামি শনিবারের মধ্যে রাস্তার পাশে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিকেল সাড়ে ৫ টায় তিনি উপজেলার শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এলাকায় এসব স্থাপনা অপসারণের জন্য ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও মাইকিংয়ের মাধ্যমে স্থাপনা সরানোর হুশিয়ারি দেন।

জানা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অন্তর্গত শাহরাস্তি গেইট এলাকায় রাস্তার দু পাশে শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠায় এবং ৩টি করাতকল প্রতিষ্ঠান থাকায় প্রতিনিয়ত সড়কে যানজট লেগে থাকে। সড়ক ঘেঁষে গড়ে উঠা এসব ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ দখলের ফলে মূল সড়কের উপর দিয়েই বাস স্টপেজ, সিএনজি ও ব্যটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড এবং পথচারীদের চলাচল করতে হয়। ফলশ্রুতিতে মহাসড়ক ও উপজেলার প্রধান সড়কে যানজটের কারনে জনদূর্ভোগ বাড়ছে।

এ সমস্যা সমাধানে গত ২৯ আগষ্ট শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে সড়কের পাশে স্থাপিত অবৈধ স্থাপনা ও দোকান অপসারণের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান। দুই দিন অতিবাহিত হলেও ব্যবসায়ীরা তাদের স্থাপনা অপসারণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে কথা বলেন এবং আগামী শনিবারের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, আগামী শনিবারের মধ্যে রাস্তার দু’পাশে সরকারি জায়গায় থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শনিবারের পরে সেখানে কোন স্থাপনা থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন

Share